
বাংলার খবর ডেস্ক হবিগঞ্জের মাধবপুর উপজেলার মা মনি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আজ (৫ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্ল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই সাইদুর রহমান, এসআই শাহানুর রহমান এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা।
গাঁজাগুলো বিশেষভাবে মোড়ানো প্যাকেটে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা, মাদককারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজার চালান ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওসি সহিদ উল্ল্যাহ জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।