
বাংলার খবর ডেস্ক
২০০৪ সালের জানুয়ারির এক গভীর রাতে ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা। বিএনপির তৎকালীন সিনিয়র নেতা তারেক রহমান হঠাৎই পৌঁছে যান জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে এবং সেখানে ফাতেহা পাঠ করেন।
এই ঘটনাটি দীর্ঘদিন ছিল লোকচক্ষুর আড়ালে। সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তার ভাষ্যমতে, ২০০৪ সালের ২৭ জানুয়ারি টুঙ্গিপাড়ায় বিএনপির এক প্রতিনিধি সম্মেলন শেষে ঢাকায় ফেরার কথা ছিল তারেক রহমানের। কিন্তু হঠাৎ করেই গাড়িবহর মোড় ঘুরিয়ে নেয় অন্য পথে।
সবাই যখন বিভ্রান্ত, তখন গন্তব্য প্রকাশ্যে আসে—শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল। সেখানে মধ্যরাতে কবর জিয়ারত করেন তারেক রহমান। সঙ্গে ছিলেন আমানউল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ অন্যান্য নেতা।
এই ঘটনা ছিল তখন টপ সিক্রেট। কোনো সাংবাদিক বা মিডিয়ার উপস্থিতি ছিল না। এমনকি তারেক রহমান নিজেও এ নিয়ে কখনো জনসমক্ষে কথা বলেননি। মুন্না মনে করেন, এটি ছিল এক অনন্য রাজনৈতিক সৌজন্যবোধের দৃষ্টান্ত, যা আজকের সময়েও বিরল।
ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে।