
বাংলার খবর ডেস্ক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, দলটি জাতীয় নির্বাচন পেছাতে চায় না বরং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ চায়।
সোমবার (৭ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, ১৯ জুলাই অনুষ্ঠেয় জামায়াতের জাতীয় সমাবেশে দেশের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, “সরকারের আচরণে এখনো জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে নিশ্চিত নয়। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং বিচার ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরি।”
পরিদর্শনে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের নেতারাও উপস্থিত ছিলেন।