
শেখ ইমন আহমেদ,মাধবপুর প্রতিনিধিঃ
পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে মাধবপুরে জমকালো আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় সাড়ে ৬টায় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৩২দল নিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট যা ঘিরে তৈরি হয় উৎসবমুখর এক পরিবেশ।
খেলাটি উদ্বোধন করেন হুরাইন এইচ.টি.এফ লিঃ এর ডাইরেক্টর(অপারেশন) রাজিব দাশ।
তিনি বলেন, নুরুল ইসলাম স্যার স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্ট প্রতিবছর ন্যায় এবছরেও হয়েছে শুধু মাত্র শ্রমিকদের আনন্দ দেওয়ার জন্য। তাই তরুণদের শৈশব থেকেই সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি দেশপ্রেম তৈরি করতে হবে। তরুণরাই আগামী দিনে রাষ্ট্র মেরামতে মুখ্য ভূমিকা রাখবে। এজন্য তাদেরকে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সফলতা দেখিয়ে নিজেদেরকে দক্ষ মানবসম্পদ হিসাবে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হুরাইন এইচটিএফ লিমিডেটের ডাইরেক্টর রাজীব দাশ,এডমিন জিএম ক্যাপ্টেন রেজুয়ান আহমেদ,
লোকাল মার্কেটিং হেড আব্দুল কাইয়ুম,এস আলম (ওইনার) সানি মৃর্ধা,যমুনা গ্রুপের কমপ্লায়েন্স সিএসআর শহিদুল ইসলাম,প্রসেসিং জিএম ব্রাহ্মণ ভৌমিক,উইভিং জিএম জাহাঙ্গীর আলম,কোয়ালিটি জিএম রাজা, মেকানিক্যাল জিএম মনজুর আলম,এডমিন এজিএম সাখাওয়াত হোসাইন সুমন,প্রকৌশলী স্বপন শর্মা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ম্যানেজার,সহকারী ম্যানেজার বৃন্দ।রাজীব দাশ বলেন,মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ক্রীড়াঙ্গনের কোনো বিকল্প নেই। তাইতো উৎসবমুখর একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের মধ্য দিয়ে তারা পুরনো বছরকে বিদায় জানিয়ে ২০২৫ সালকে বরণ করে নিচ্ছেন।
টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় টানা ২টি ম্যাচে ফাইনাল ইন্সপেকশন দলকে হারিয়ে শিরোপা জয় করেন মেকানিক্যাল। উৎসবমুখর পরিবেশ শেষ হয় ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা।