ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৌদিতে ভিসা বিরোধে গণধোলাইয়ের জেরে মাধবপুরে সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক Logo নবীগঞ্জে বিনামূল্যে টাইফয়েড ভ্যাক্সিন পাবে লক্ষাধিক শিশু Logo লাখাইয়ে ওরসের নামের নৌকায় অশ্লীল নাচ-গান, ধর্মপ্রাণরা ক্ষুব্ধ Logo বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ কয়েকটি দাবি পূরণের আশ্বাসে শিক্ষকদের আন্দোলন স্থগিত Logo ১৯ বছর পর ফের শুরু হচ্ছে বিটিভির জনপ্রিয় শিশু-কিশোর অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ Logo এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে ঢাকায় লাখাইয়ের শিক্ষক নেতৃবৃন্দ, যুক্তিসঙ্গত ভাতারও দাবি Logo মাধবপুরে এনজিওর টাকা আত্মসাৎ: দুইজনের কারাদণ্ড ও অর্থদণ্ড Logo লাখাইয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা Logo নবীগঞ্জে শিশু পার্ক ও ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন Logo নির্ধারিত সরকারি ফি ছাড়া বেশি নিলে পরদিন সচিবকে বদলি- নবীগঞ্জে জেলা প্রশাসক

সীমান্তে চামড়া পাচার ও পুশইন রোধে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্তে গবাদিপশু ও কোরবানির চামড়া পাচার এবং অবৈধ অনুপ্রবেশ (পুশইন) প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

শুক্রবার (৬ জুন) সকালে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বিজিবি নিরলসভাবে কাজ করছে।”

তিনি জানান, কোরবানির পশুর দেশীয় চাহিদা প্রায় ১ কোটি হলেও, দেশে মজুদ রয়েছে প্রায় ২ কোটি পশু। শুধু হবিগঞ্জ জেলাতেই রয়েছে ৭,২০০-এরও বেশি খামার, যেখানে মজুদ প্রায় ৭৫ হাজার পশু, অথচ চাহিদা মাত্র ৭০ হাজার। তাই সীমান্ত দিয়ে গরু চোরাচালানের কোনো যৌক্তিকতা নেই এবং এটি দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, গরু ও চামড়া পাচার প্রতিরোধে নজরদারি ক্যামেরা, ড্রোন ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ টহল চালানো হচ্ছে। ঈদের পর চামড়া পাচার রোধেও বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি পরিচালিত অভিযানে প্রায় ১৭ কোটি ৪০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে এবং বিএসএফের সঙ্গে নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিত প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “ঈদের ছুটিতে বিজিবির সদস্যরা ব্যক্তিগত ছুটির চিন্তা না করে সীমান্ত নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

সৌদিতে ভিসা বিরোধে গণধোলাইয়ের জেরে মাধবপুরে সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

error:

সীমান্তে চামড়া পাচার ও পুশইন রোধে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান

আপডেট সময় ০৩:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্তে গবাদিপশু ও কোরবানির চামড়া পাচার এবং অবৈধ অনুপ্রবেশ (পুশইন) প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

শুক্রবার (৬ জুন) সকালে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বিজিবি নিরলসভাবে কাজ করছে।”

তিনি জানান, কোরবানির পশুর দেশীয় চাহিদা প্রায় ১ কোটি হলেও, দেশে মজুদ রয়েছে প্রায় ২ কোটি পশু। শুধু হবিগঞ্জ জেলাতেই রয়েছে ৭,২০০-এরও বেশি খামার, যেখানে মজুদ প্রায় ৭৫ হাজার পশু, অথচ চাহিদা মাত্র ৭০ হাজার। তাই সীমান্ত দিয়ে গরু চোরাচালানের কোনো যৌক্তিকতা নেই এবং এটি দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, গরু ও চামড়া পাচার প্রতিরোধে নজরদারি ক্যামেরা, ড্রোন ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ টহল চালানো হচ্ছে। ঈদের পর চামড়া পাচার রোধেও বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি পরিচালিত অভিযানে প্রায় ১৭ কোটি ৪০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে এবং বিএসএফের সঙ্গে নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিত প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “ঈদের ছুটিতে বিজিবির সদস্যরা ব্যক্তিগত ছুটির চিন্তা না করে সীমান্ত নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।”