ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিজয়নগরে ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ Logo যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা — “হাজারো শ্রমিক চাকরি হারাতে পারেন” বললেন সৈয়দ মো. ফয়সল Logo ফিটনেসবিহীন গণপরিবহণ সরাতে বিশেষ ঋণ দেবে সরকার Logo মহাসড়কে উল্টে গেল লরি, কুমিল্লায় ১০ কিমি যানজট ও ৫ ঘণ্টা ভোগান্তি Logo মুজিববাদী সংবিধান বাতিলের আহ্বান নাহিদের, সব জনগোষ্ঠীকে যুক্ত করার দাবি Logo পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করে দিল বাংলাদেশ! Logo সারজিস আলম ক্ষমা না চাইলে বান্দরবানে এনসিপি নিষিদ্ধ ঘোষণা Logo বাড়ি ফিরেছেন প্রসূন আজাদের বাবা, নিখোঁজের পর ফেরার কারণ নিয়ে ধোঁয়াশা Logo একটু পর মাঠে গরম উত্তেজনা, মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান Logo চলতি বছর তিনটি যৌথ মহড়া করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

রাতে মশাল মিছিল, সকালে স্মারকলিপি আ’লীগের

শরীয়তপুরে রাতের আঁধারে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার (২০ এপ্রিল) সকাল থেকে এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এছাড়া রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলার তথ্যসেবা কেন্দ্রে (ফ্রন্ট ডেস্ক) একটি স্মারকলিপিটি জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

পুলিশ জানায়, মিছিলটি শনিবার রাতে চিকন্দী ও পালং এলাকার মাঝামাঝি জায়গায় করা হয়েছে। যা এরইমধ্যে শনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

ছড়িয়ে পড়া ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বেশ কিছু লোক মুখে মাস্ক পড়ে বাঁশের মাথায় মশাল জ্বালিয়ে সড়কে মিছিল করছে। এসময় তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আওয়ামী লীগের ঘাঁটি শরীয়তপুরের মাটি’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড নিয়ে নিন্দা জানিয়েছেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির।

তিনি বলেন, আওয়ামী লীগ সর্বহারা পার্টি ও জঙ্গিদের মতো দেশকে অস্থিতিশীল করতে এই কার্যক্রম করে যাচ্ছে। আমরা এ বিষয়টি প্রশাসনকে অবগত করে ব্যবস্থা নিতে বলেছি। শরীয়তপুরের মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন কিংবা সন্ত্রাসী কার্যক্রম চালানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদের গোড়া নিচ থেকে উপড়ে ফেলা হবে।

জানতে চাইলে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের জায়গাটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে একটি স্মারকলিপি শরীয়তপুরের জেলা প্রশাসকের দপ্তরে জমা দেওয়া হয়েছে। রোববার সকালে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলার তথ্যসেবা কেন্দ্রে (ফ্রন্ট ডেস্ক) ওই স্মারকলিপিটি জমা দেন। ওই স্মারকলিপিতে আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক, ঘৃণ্যতম ও জঘন্যতম অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদ জানানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন বলেন, অনেক স্মারকলিপিই আমরা পেয়ে থাকি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে স্মারকলিপির বিষয়টি আমার জানা নেই।

এ বিষয়ে জানতে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

বিজয়নগরে ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

error:

রাতে মশাল মিছিল, সকালে স্মারকলিপি আ’লীগের

আপডেট সময় ০৩:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

শরীয়তপুরে রাতের আঁধারে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার (২০ এপ্রিল) সকাল থেকে এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এছাড়া রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলার তথ্যসেবা কেন্দ্রে (ফ্রন্ট ডেস্ক) একটি স্মারকলিপিটি জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

পুলিশ জানায়, মিছিলটি শনিবার রাতে চিকন্দী ও পালং এলাকার মাঝামাঝি জায়গায় করা হয়েছে। যা এরইমধ্যে শনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

ছড়িয়ে পড়া ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বেশ কিছু লোক মুখে মাস্ক পড়ে বাঁশের মাথায় মশাল জ্বালিয়ে সড়কে মিছিল করছে। এসময় তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আওয়ামী লীগের ঘাঁটি শরীয়তপুরের মাটি’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড নিয়ে নিন্দা জানিয়েছেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির।

তিনি বলেন, আওয়ামী লীগ সর্বহারা পার্টি ও জঙ্গিদের মতো দেশকে অস্থিতিশীল করতে এই কার্যক্রম করে যাচ্ছে। আমরা এ বিষয়টি প্রশাসনকে অবগত করে ব্যবস্থা নিতে বলেছি। শরীয়তপুরের মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন কিংবা সন্ত্রাসী কার্যক্রম চালানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদের গোড়া নিচ থেকে উপড়ে ফেলা হবে।

জানতে চাইলে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের জায়গাটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে একটি স্মারকলিপি শরীয়তপুরের জেলা প্রশাসকের দপ্তরে জমা দেওয়া হয়েছে। রোববার সকালে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলার তথ্যসেবা কেন্দ্রে (ফ্রন্ট ডেস্ক) ওই স্মারকলিপিটি জমা দেন। ওই স্মারকলিপিতে আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক, ঘৃণ্যতম ও জঘন্যতম অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদ জানানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন বলেন, অনেক স্মারকলিপিই আমরা পেয়ে থাকি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে স্মারকলিপির বিষয়টি আমার জানা নেই।

এ বিষয়ে জানতে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।