
লেখক: মোঃ সাকিবুল হাসান সেলিম।
আমাদের অঞ্চলের মানুষ প্রতিনিয়ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি হচ্ছেন, যা স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করে। আমি নিজে এই এলাকার একজন সন্তান হিসেবে, শুধু একজন নাগরিকের দায়বোধ থেকে এই কথাগুলো বলছি।
স্থানীয় সড়কে দুর্ঘটনার ঝুঁকি ও জরুরি
জগদীশপুর থেকে নয়হাটি পর্যন্ত যে সড়কটি রয়েছে, তার দুইটি মোড়—উত্তর সুরমা যাত্রী ছাউনি ও গোয়াছ নগর মোড়—নিয়মিত দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ জায়গায় পরিণত হয়েছে।
এই মোড়দ্বয়ে প্রতিনিয়ত যাত্রী উঠানামা করেন, আবার জগদীশপুর কিংবা তেলিয়াপাড়া দিক থেকে আসা যানবাহন—বিশেষ করে মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ি—বেপরোয়া গতিতে চলাফেরা করে।
এই দুই মোড়ে কোনো গতি নিয়ন্ত্রক ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন। শিশু, বৃদ্ধ কিংবা স্কুলগামী শিক্ষার্থীদের জীবন এখানে প্রতিদিন ঝুঁকিতে থাকে।
স্থানীয় সড়কে দুর্ঘটনার ঝুঁকি ও জরুরি
এই প্রেক্ষিতে আমার দাবি—উত্তর সুরমা ও গোয়াছ নগর মোড়ে যথাযথ “স্পিড ব্রেকার” বা গতি নিয়ন্ত্রক বাঁধা নির্মাণ করতে হবে, যেন যানবাহনগুলো বাধ্য হয়ে গতি কমায়। প্রয়োজনে ট্রাফিক চিহ্ন, গার্ডরেল এবং লোকাল পুলিশের নজরদারিও বাড়ানো যেতে পারে।
আমি শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেবের প্রতি অনুরোধ জানাই—এই বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করুন।
এই উদ্যোগ শুধুই আমাদের এলাকার নিরাপত্তার জন্য নয়, এটি হবে জনস্বার্থে একটি সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপ।
সবার সচেতনতাই পারে আমাদের সড়কগুলোকে নিরাপদ করতে। আসুন, আমরা সবাই মিলে এ বিষয়ে আওয়াজ তুলি।