ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৩ টি চোরাই গরু সহ এক চোর আটক Logo পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম Logo চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবাদলিপি Logo নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা: জনগণের পাশে থাকার অঙ্গীকার Logo আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০ Logo নবীগঞ্জে মাদকসেবী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীদের মানববন্ধন Logo নবীগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা Logo সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর Logo ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে আমরা বাজেট বাস্তবায়ন করব না- অর্থ উপদেষ্টা Logo জুলাইয়ে বাংলাদেশে হত‍্যাযজ্ঞ হয়েছে, জেনোসাইড হয়নি’-আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা: জনগণের পাশে থাকার অঙ্গীকার

ক্ষমতার বাইরে থেকেই জনগণের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। সাবেক সামরিক কর্মকর্তা ও বিভিন্ন পেশার নাগরিকদের সমন্বয়ে গঠিত এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার (১৩ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেফট্যানেন্ট কমান্ডার (অব.) মেহেদী হাসান, মেজর (অব.) রাজিবুল হাসান, লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ, খান মো. নাজমুস সাকিব, মো. মুশফিকুর রহিম ও ডা. সৌরভ চন্দ্র মজুমদার। লিখিত বক্তব্য উপস্থাপন করেন মেহেদী হাসান।

তিনি বলেন, “ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদবিরোধী গণজাগরণের প্রতীক, যার মাধ্যমে গড়ে উঠেছিল ‘বাংলাদেশ ২.০’। কিন্তু আজ সেই বিপ্লবের মূল চেতনা হুমকির মুখে।”

মেহেদী হাসান আরও বলেন, “প্রচলিত রাজনৈতিক দলগুলো আবারও পুরনো ধারা—টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ক্ষমতার বাণিজ্যে ফিরেছে। এ প্রেক্ষাপটে আমরা দেশপ্রেমিক নাগরিকরা একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিচ্ছি, যার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে।”

দলের উদ্দেশ্য ও লক্ষ্য:

ক্ষমতার লোভ নয়, বরং সমঅধিকারভিত্তিক সমাজ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন

ইনসাফভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা

স্থায়ী সুশাসন নিশ্চিত করা

ঘোষিত জনকল্যাণমূলক সেলসমূহ:

নতুন এই প্ল্যাটফর্ম থেকে একাধিক সেল গঠনের পরিকল্পনার কথাও জানানো হয়, যেগুলোর মাধ্যমে সরাসরি জনগণের কল্যাণে কাজ করা হবে। উল্লেখযোগ্য সেলগুলো হলো:

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ

স্বাস্থ্য সুরক্ষা

নিরাপত্তা ও আইনি সহায়তা

কৃষি, মৎস্য ও ভেটেরিনারি

শিক্ষা

মিডিয়া ও সাংস্কৃতিক

যুব উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন

নারী ও শিশু বিষয়ক

জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক

এই সেলগুলোর কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, কৃষিজীবী, সাবেক সামরিক ও পুলিশ কর্মকর্তা, আইনজীবী এবং সাংবাদিকসহ সকল শ্রেণিপেশার নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।

যুব উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে পরিকল্পনা:

মেজর (অব.) রাজিবুল হাসান বলেন, “সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে বের হওয়া যুবকদের অনেকেই কর্মসংস্থানের সুযোগ পান না। আমরা এসব যুবকদের জন্য কর্মক্ষেত্র তৈরি করবো এবং আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবো। সামাজিক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নিতে চাই।”

লেফট্যানেন্ট কমান্ডার (অব.) মেহেদী হাসান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমরা কেবল ভোটের রাজনীতিতে অংশ নিতে চাই না, বরং সরাসরি জনগণের পাশে থেকে রাষ্ট্রকে সহযোগিতা করতে চাই।”

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৩ টি চোরাই গরু সহ এক চোর আটক

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা: জনগণের পাশে থাকার অঙ্গীকার

আপডেট সময় ০৭:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

ক্ষমতার বাইরে থেকেই জনগণের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। সাবেক সামরিক কর্মকর্তা ও বিভিন্ন পেশার নাগরিকদের সমন্বয়ে গঠিত এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার (১৩ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেফট্যানেন্ট কমান্ডার (অব.) মেহেদী হাসান, মেজর (অব.) রাজিবুল হাসান, লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ, খান মো. নাজমুস সাকিব, মো. মুশফিকুর রহিম ও ডা. সৌরভ চন্দ্র মজুমদার। লিখিত বক্তব্য উপস্থাপন করেন মেহেদী হাসান।

তিনি বলেন, “ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদবিরোধী গণজাগরণের প্রতীক, যার মাধ্যমে গড়ে উঠেছিল ‘বাংলাদেশ ২.০’। কিন্তু আজ সেই বিপ্লবের মূল চেতনা হুমকির মুখে।”

মেহেদী হাসান আরও বলেন, “প্রচলিত রাজনৈতিক দলগুলো আবারও পুরনো ধারা—টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ক্ষমতার বাণিজ্যে ফিরেছে। এ প্রেক্ষাপটে আমরা দেশপ্রেমিক নাগরিকরা একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিচ্ছি, যার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে।”

দলের উদ্দেশ্য ও লক্ষ্য:

ক্ষমতার লোভ নয়, বরং সমঅধিকারভিত্তিক সমাজ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন

ইনসাফভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা

স্থায়ী সুশাসন নিশ্চিত করা

ঘোষিত জনকল্যাণমূলক সেলসমূহ:

নতুন এই প্ল্যাটফর্ম থেকে একাধিক সেল গঠনের পরিকল্পনার কথাও জানানো হয়, যেগুলোর মাধ্যমে সরাসরি জনগণের কল্যাণে কাজ করা হবে। উল্লেখযোগ্য সেলগুলো হলো:

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ

স্বাস্থ্য সুরক্ষা

নিরাপত্তা ও আইনি সহায়তা

কৃষি, মৎস্য ও ভেটেরিনারি

শিক্ষা

মিডিয়া ও সাংস্কৃতিক

যুব উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন

নারী ও শিশু বিষয়ক

জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক

এই সেলগুলোর কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, কৃষিজীবী, সাবেক সামরিক ও পুলিশ কর্মকর্তা, আইনজীবী এবং সাংবাদিকসহ সকল শ্রেণিপেশার নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।

যুব উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে পরিকল্পনা:

মেজর (অব.) রাজিবুল হাসান বলেন, “সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে বের হওয়া যুবকদের অনেকেই কর্মসংস্থানের সুযোগ পান না। আমরা এসব যুবকদের জন্য কর্মক্ষেত্র তৈরি করবো এবং আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবো। সামাজিক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নিতে চাই।”

লেফট্যানেন্ট কমান্ডার (অব.) মেহেদী হাসান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমরা কেবল ভোটের রাজনীতিতে অংশ নিতে চাই না, বরং সরাসরি জনগণের পাশে থেকে রাষ্ট্রকে সহযোগিতা করতে চাই।”