ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে অবৈধ চারা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত নার্সারি মালিকদের সহায়তা

বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরিবেশবিরোধী ও নিষিদ্ধ জাতের গাছের চারা ধ্বংস করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার বিভিন্ন নার্সারিতে অভিযান চালিয়ে ৭০০ ইউক্যালিপটাস ও ১৩,০০০ আকাশমণি গাছের চারা ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মাধবপুরের সহকারী কমিশনার (ভূমি) মজিবুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্ষতিকর গাছের চারা নিষিদ্ধ। তাই পরিবেশবান্ধব বৃক্ষরোপণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে অভিযানে ক্ষতিগ্রস্ত নার্সারি মালিকদের প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে তারা যেন পরিবেশবান্ধব ও অনুমোদিত প্রজাতির চারা উৎপাদনে আগ্রহী হন, সে জন্য উৎসাহ প্রদান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

error:

মাধবপুরে অবৈধ চারা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত নার্সারি মালিকদের সহায়তা

আপডেট সময় ০৪:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরিবেশবিরোধী ও নিষিদ্ধ জাতের গাছের চারা ধ্বংস করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার বিভিন্ন নার্সারিতে অভিযান চালিয়ে ৭০০ ইউক্যালিপটাস ও ১৩,০০০ আকাশমণি গাছের চারা ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মাধবপুরের সহকারী কমিশনার (ভূমি) মজিবুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্ষতিকর গাছের চারা নিষিদ্ধ। তাই পরিবেশবান্ধব বৃক্ষরোপণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে অভিযানে ক্ষতিগ্রস্ত নার্সারি মালিকদের প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে তারা যেন পরিবেশবান্ধব ও অনুমোদিত প্রজাতির চারা উৎপাদনে আগ্রহী হন, সে জন্য উৎসাহ প্রদান অব্যাহত থাকবে।