
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ মহাসড়কের নিজামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় রিপন মিয়া (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় সঙ্গে থাকা সজিব (২৩) নামে আরও এক তরুণ গুরত্বর আহত হয়েছে। । নিহত রিপন মিয়া লাখাই উপজেলার ভাদিকারাগ্রামের আনছার আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন তারা দুইজন সাদুরবাজার থেকে মোটরসাইকেলে করে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। পথে নিজামপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি সড়কদুর্ঘটনার কবলে পড়লে এতে দুইজনই গুরুতর আহত হয়,পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপন মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সজিব মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।