
মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বারইপাড়া এলাকা থেকে পুলিশের অভিযানে মাদক ব্যবসার গডফাদার হিসেবে পরিচিত মানিক মিয়া (৪৮) কে আবারও ইয়াবাসহ আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মানিক মিয়ার বিরুদ্ধে মাধবপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার (৮ মে) বিকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে একটি পুলিশ টিম উপজেলার চৌমুহনী ইউনিয়নের বারইপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে তারা একই ইউনিয়নের বেলাপুর গ্রামের তাহের মিয়ার ছেলে মানিক মিয়া কে ১৬০ পিস ইয়াবাসহ আটক করে।
এ বিষয়ে ওসি আরও জানান, আটককৃত মানিক মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং অভিযান অব্যাহত থাকবে।