
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয় থাকায় , দক্ষিণ সুরমা থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক মামলায় লাখাইয়ের ছাত্রলীগ কর্মী রিমন মিয়া সহ ৮১ জনকে আসামি করে সিলেট দক্ষিণ সুরমা থানায় মামলা।
জানা যায় ১লা আগস্ট ২০২৪ইং আনুমানিক দুপুর ২ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বর মিছত ফুলকলির সামনে বৈষম্য বিরোধী ছাত্র ও সরকার বিরোধী ছাত্র আন্দোলন কর্মী ফাইমুল ইসলাম রিফাত সহ শত শত ছাত্রদের উপর গুলি বিস্ফোরণ লাঠিচার্জ করে হামলা করেন আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই হামলায় গুরুতর আহত হয় বৈষম্য বিরোধী ছাত্র ও সরকার বিরোধী ছাত্র আন্দোলন কর্মী ফাইমুল ইসলাম রিফাত সহ শত শত ছাত্রজনতা। ফাইমুল ইসলামের বাবা শাহীন আহমেদ(৫০) বাদী হয়ে (২৭ এপ্রিল) ২০২৫ তারিখে সিলেট দক্ষিণ সুরমা থানাধীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলা করেন।যার মামলা নং ১৫৩/২০২৫ইং।
এই মামলায় সাবেক এমপি সংসদ আসন নং-৩ হাবিবুর রহমান, ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু,কাউসার রহমান ও লাখাইয়ের ছাত্রলীগ কর্মী রিমন মিয়া সহ ৮১ জন কে আসামী ও ১০০/১৫০ জন অজ্ঞাত রেখে মামলা দায়ের করেন। আসামী ছাত্রলীগ কর্মী লাখাইয়ের মুড়িয়াউক গ্রামের সাহিদ মিয়ার ছেলে।