
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিউল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হলেন- উপজেলার কাশিনগর (উত্তরপাড়া) মো. ফিরোজ মিয়ার ছেলে মো. রবিউল (২৫)। শনিবার (৩ মে) রাতে উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর (উত্তরপাড়া) জনৈক মামুন মিয়ার বাড়ীর দক্ষিণ পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন এসআই নাফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এসময় তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।