
বাংলার খবর বিনোদন ডেস্ক: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে সারাদেশে নিন্দা-ক্ষোভের ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তা সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। এমন পরিস্থিতিতে অভিনেতা ও মডেল সালমান মুক্তাদির জনসাধারণকে আবেগের জায়গা থেকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার নিজের ফেসবুক পোস্টে সালমান লেখেন, “যে ধর্ষণ বা হত্যাকাণ্ডে আমরা কষ্ট পাই, সেগুলো কিছু রাজনৈতিক লোকদের কাছে আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। তাই কেউ যদি শুধু জাতীয় সংকটে কথা বলে, তাকে ন্যায়ের পক্ষে ভাবার আগে চিন্তা করুন। তারা হয়তো নিজের স্বার্থে সুযোগ নিচ্ছে।”
তিনি আরও বলেন, “সত্যিকারের দেশপ্রেমিকরা কোনো দলের হয়ে কাজ করেন না, তারা মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ান। কারও রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে বিচার করুন অপরাধ হিসেবে।”
সালমান সতর্ক করে বলেন, “আপনার আবেগকে ব্যবহার করে যারা নিজেদের হিরো বানাতে চায়, তারা মূলত আপনাকে দুর্বল করে তোলে। মানবতা যেন কোনো রাজনৈতিক হাতিয়ার না হয়।”
সোহাগ হত্যার বিষয়ে তিনি উল্লেখ করেন, “ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তে দুই দিন লেগেছে। অথচ এতো ইন্টেলিজেন্স ইউনিট থাকার পরও প্রথমে কেউ কিছু বলেনি। বিএনপি, অন্তর্বর্তী সরকার কিংবা অন্য কোনো দলের পক্ষ থেকেও সাড়া মেলেনি। বরং সাধারণ তরুণরাই ফেসবুকে সত্য তুলে ধরেছে।”
সালমানের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। কেউ বলছেন, এটি সময়োপযোগী ও সাহসী মতামত, আবার কেউ কেউ মনে করছেন, এটি নিরপেক্ষতার নামে দায় এড়ানোর চেষ্টা। তবে অধিকাংশই একমত- সোহাগ হত্যার মতো অপরাধ যেই করুক, তার বিচার হতেই হবে।