
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে গরু চোর সন্দেহে ৩ যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর ও চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামবাসী তাদের আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখলে কাশিনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুুুফার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার দেখায়।
এরা হলেন, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে আল আমিন(৩২), চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে পারভেজ মিয়া(২৫) ও একই গ্রামের শামসু মিয়ার ছেলে শাকিল মিয়া(২৫)।
স্থানীয়রা জানান, মাধবপুর উপজেলার ধর্মঘর ও চৌমুহনী ইউনিয়নে গত এক সপ্তাহে ৮টি গরু চুরি হয়েছে। পরে বুধবার সকালে জঙ্গলে বাঁধা অবস্থায় ২টি পাওয়া গেছে। এরপরই আল আমিন, পারভেজ মিয়া ও শাকিল মিয়াকে আটক করে বেঁধে রাখা হয়েছে।
এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক(ইনচার্জ) গোলাম মোস্তফা বলেন, ‘এলাকাবাসী গরু চোর সন্দেহে তিনজনকে আটক করে বেঁধে রাখেন। তবে তারা গরু চুরির সাথে জড়িত কি না— পুলিশ এখনও নিশ্চিত হয়নি। মারপিটের শিকার হবে বিধায়— তিনজনকে উদ্ধার করে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।