ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগানে নতুন ব্যবস্থাপক, শ্রমিকদের মাঝে স্বস্তির হাওয়া

বাংলার খবর ডেস্ক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগানে নতুন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নিয়েছেন দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন। তাঁর যোগদানে শ্রমিকদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি ও আশাবাদ।

গত ১ জুলাই (মঙ্গলবার) সরকার মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির এই চা বাগানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। বাগান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও বাগানের উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছিল। কিন্তু নতুন ব্যবস্থাপকের আগমনে সেই অচলাবস্থার পরিবর্তন হবে বলে মনে করছেন সকলে।

চা শ্রমিকরা জানান, দেওয়ান বাহা উদ্দিন লিটন প্রায় এক দশক আগে তেলিয়াপাড়া বাগানে সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি দখলকৃত জমি পুনরুদ্ধার, গাছ চুরি বন্ধ, এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তাঁর সততা, সাহসী নেতৃত্ব ও শ্রমিকবান্ধব আচরণ এখনো শ্রমিকদের মনে দাগ কেটে আছে।

বর্তমানে শ্রমিকদের আশা, তাঁর নেতৃত্বে বাগানে কাজের পরিবেশ উন্নত হবে, জীবনমান বাড়বে এবং বাগান ফিরবে পুরনো গৌরবে। যোগদানের পর থেকেই চা শ্রমিক থেকে কর্মকর্তা, সবার মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, দেওয়ান বাহা উদ্দিন লিটন পূর্বে ন্যাশনাল টি কোম্পানির প্রধান কার্যালয় ও অন্যান্য চা বাগানেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

error:

মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগানে নতুন ব্যবস্থাপক, শ্রমিকদের মাঝে স্বস্তির হাওয়া

আপডেট সময় ০২:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

বাংলার খবর ডেস্ক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগানে নতুন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নিয়েছেন দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন। তাঁর যোগদানে শ্রমিকদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি ও আশাবাদ।

গত ১ জুলাই (মঙ্গলবার) সরকার মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির এই চা বাগানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। বাগান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও বাগানের উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছিল। কিন্তু নতুন ব্যবস্থাপকের আগমনে সেই অচলাবস্থার পরিবর্তন হবে বলে মনে করছেন সকলে।

চা শ্রমিকরা জানান, দেওয়ান বাহা উদ্দিন লিটন প্রায় এক দশক আগে তেলিয়াপাড়া বাগানে সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি দখলকৃত জমি পুনরুদ্ধার, গাছ চুরি বন্ধ, এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তাঁর সততা, সাহসী নেতৃত্ব ও শ্রমিকবান্ধব আচরণ এখনো শ্রমিকদের মনে দাগ কেটে আছে।

বর্তমানে শ্রমিকদের আশা, তাঁর নেতৃত্বে বাগানে কাজের পরিবেশ উন্নত হবে, জীবনমান বাড়বে এবং বাগান ফিরবে পুরনো গৌরবে। যোগদানের পর থেকেই চা শ্রমিক থেকে কর্মকর্তা, সবার মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, দেওয়ান বাহা উদ্দিন লিটন পূর্বে ন্যাশনাল টি কোম্পানির প্রধান কার্যালয় ও অন্যান্য চা বাগানেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।