ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ঔষধ জব্দ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর এলাকায় বুধবার (১৬ এপ্রিল) সকালে সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কসমেটিকস ও ঔষুধ জব্দ করা হয়েছে।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

সূত্র জানায়, ভোর ৫টা ১০ মিনিটের দিকে ৪৮ বিজিবি’র মেজর বিএ-৯০৫৪ নুরুল হুদা’র দেয়া তথ্যের ভিত্তিতে ২৭ বীর এর মেজর বিএ-১০০২০ জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে একটি যৌথ দল ফতেপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি মিনি ট্রাক ও একটি বসতবাড়ি ঘিরে তল্লাশি চালিয়ে প্রায় ৩০টি কার্টুনে থাকা ভারতীয় মেডিসিন ও কসমেটিকস পণ্য জব্দ করা হয়।

তবে ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটনাস্থলেই পড়ে থাকে এবং কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় সেনাবাহিনী সূত্র।

অভিযানে জব্দকৃত পণ্যসমূহ সকাল ৮টার দিকে ৪৮ বিজিবি’র সুবেদার আবুল কাশেমের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। পণ্যের বিস্তারিত তালিকা পরবর্তীতে ৪৮ বিজিবি থেকে সরবরাহ করা হবে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই সীমান্তপথে অবৈধ ভারতীয় পণ্য প্রবেশের অভিযোগ রয়েছে। প্রশাসনের এমন অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
error:

গোয়াইনঘাটে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ঔষধ জব্দ

আপডেট সময় ০৬:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর এলাকায় বুধবার (১৬ এপ্রিল) সকালে সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কসমেটিকস ও ঔষুধ জব্দ করা হয়েছে।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

সূত্র জানায়, ভোর ৫টা ১০ মিনিটের দিকে ৪৮ বিজিবি’র মেজর বিএ-৯০৫৪ নুরুল হুদা’র দেয়া তথ্যের ভিত্তিতে ২৭ বীর এর মেজর বিএ-১০০২০ জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে একটি যৌথ দল ফতেপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি মিনি ট্রাক ও একটি বসতবাড়ি ঘিরে তল্লাশি চালিয়ে প্রায় ৩০টি কার্টুনে থাকা ভারতীয় মেডিসিন ও কসমেটিকস পণ্য জব্দ করা হয়।

তবে ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটনাস্থলেই পড়ে থাকে এবং কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় সেনাবাহিনী সূত্র।

অভিযানে জব্দকৃত পণ্যসমূহ সকাল ৮টার দিকে ৪৮ বিজিবি’র সুবেদার আবুল কাশেমের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। পণ্যের বিস্তারিত তালিকা পরবর্তীতে ৪৮ বিজিবি থেকে সরবরাহ করা হবে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই সীমান্তপথে অবৈধ ভারতীয় পণ্য প্রবেশের অভিযোগ রয়েছে। প্রশাসনের এমন অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন।