
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংঠনে উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মটরসাইকেল ফুটবল-২০২৫ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউ/পি চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল ।
বুধবার বিকালে উপজেলার ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলায় মাধবপুর উপজেলা বিএনপি মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিছ আলী দুলা মেম্বারের সভাপতিত্বে ধর্মঘর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক ও টুনামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আবিদ মাষ্টার এর সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার আলী,মাধবপুর উপজেলা বিএনপি সদস্য সাদেকুল ইসলাম,আঃ ছাত্তার মেম্বার,মোতাহার হোসেন,মাধবপুর উপজেলা কৃষকদলের আহব্বায়ক মুখলেছুর রহমান সোহেল,যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির,যুবনেতা নাহিদ মিয়া,জাকারিয়া বাবু,জমশেদ আলী,মাহমুদুল হাসান সাবিদ,কপিল উদ্দন প্রমুখ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে জয় পেয়েছে হযরত ধর্মঘর ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ের খেলার ফলাফল ছিল ০-০ গোল সমতায়। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে মাধবপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে ধর্মঘর ফুটবল একাদশ জয় লাভ করে। জয়ী দল ধর্মঘর ফুটবল একাদশের গোলকিপার শাকিব হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়।