ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে বেড়েছে গরু চোরের উৎপাত,এক রাতেই ৫ টি গরু চুরি

  • পারভেজ হাসান
  • আপডেট সময় ০৪:০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৫৭৩ Time View

পারভেজ হাসান লাখাই থেকেঃ
লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের গোয়াল থেকে রাতের আধারে গরু চুরি যেন থামছেই না।

কয়েকদিন পরপরই শোনা যাচ্ছে গরু চুরির খবর।
কৃষক রাতের পর রাত পাহারা দিয়েও স্বস্তি মিলছে না চোরের হাত থেকে । তাদের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকার মানুষ। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। গভীর রাতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। আর এসব ঘটনায় খুব কম সংখ্যক মামলাই রেকর্ডভুক্ত হয়। লাখাইয়ের ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিদিন রাতের অন্ধকারে ঘটছে গরু চুরির ঘটনা।

উপজেলার পূর্ব সিংহ গ্রামের আলমগীর মিয়ার গোয়াল ঘর থেকে মঙ্গলবার (৪মার্চ) দিবাগত রাত ৩ ঘটিকার সময় সারে তিন লক্ষাধিক টাকা মূল্যের ৩ টি গরু গোয়াল ঘরে দরজা ভেঙ্গে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। শনিবার দিবাগত রাত সিংহ গ্রামের জানু মিয়ার ২ টি গুরু নিয়ে যা সংঘবদ্ধ চুর চক্র। শুধু তাই নয় একই দিনে উপজেলার পশ্চিম বুল্লা গ্রামে শনিবার দিবাগত- গভীর রাতে ছুরে রহমান মিয়ার গোয়ালঘরে ২টি গাভী ও ১টি ষাঁড় গরু ছিল। শনিবার বিকালে গরুগুলো ঘরের পাশে গোয়াল ঘরে বেঁধে রেখে আসে। পরে গরুগুলো গোয়ালঘর থেকে নামাতে গিয়ে দেখে একটি গরুও গোয়াল ঘরে নেই। ৩টি গরুই দুর্বৃত্তরা রাতে চুরি করে নিয়ে গেছে।

এব্যাপারে কথা হলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, গরু চুরির বিষয়ে কেউ আমাদেরকে অবগত করেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে, টহল জোয়ার নিয়মিত রয়েছে, আমি নিজেও রাত ২/৩ টা পর্যন্ত বাহিরে থাকি।

দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।

আপলোডকারীর তথ্য

Liton Bin Islam

লাখাইয়ে বেড়েছে গরু চোরের উৎপাত,এক রাতেই ৫ টি গরু চুরি

আপডেট সময় ০৪:০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

পারভেজ হাসান লাখাই থেকেঃ
লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের গোয়াল থেকে রাতের আধারে গরু চুরি যেন থামছেই না।

কয়েকদিন পরপরই শোনা যাচ্ছে গরু চুরির খবর।
কৃষক রাতের পর রাত পাহারা দিয়েও স্বস্তি মিলছে না চোরের হাত থেকে । তাদের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকার মানুষ। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। গভীর রাতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। আর এসব ঘটনায় খুব কম সংখ্যক মামলাই রেকর্ডভুক্ত হয়। লাখাইয়ের ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিদিন রাতের অন্ধকারে ঘটছে গরু চুরির ঘটনা।

উপজেলার পূর্ব সিংহ গ্রামের আলমগীর মিয়ার গোয়াল ঘর থেকে মঙ্গলবার (৪মার্চ) দিবাগত রাত ৩ ঘটিকার সময় সারে তিন লক্ষাধিক টাকা মূল্যের ৩ টি গরু গোয়াল ঘরে দরজা ভেঙ্গে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। শনিবার দিবাগত রাত সিংহ গ্রামের জানু মিয়ার ২ টি গুরু নিয়ে যা সংঘবদ্ধ চুর চক্র। শুধু তাই নয় একই দিনে উপজেলার পশ্চিম বুল্লা গ্রামে শনিবার দিবাগত- গভীর রাতে ছুরে রহমান মিয়ার গোয়ালঘরে ২টি গাভী ও ১টি ষাঁড় গরু ছিল। শনিবার বিকালে গরুগুলো ঘরের পাশে গোয়াল ঘরে বেঁধে রেখে আসে। পরে গরুগুলো গোয়ালঘর থেকে নামাতে গিয়ে দেখে একটি গরুও গোয়াল ঘরে নেই। ৩টি গরুই দুর্বৃত্তরা রাতে চুরি করে নিয়ে গেছে।

এব্যাপারে কথা হলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, গরু চুরির বিষয়ে কেউ আমাদেরকে অবগত করেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে, টহল জোয়ার নিয়মিত রয়েছে, আমি নিজেও রাত ২/৩ টা পর্যন্ত বাহিরে থাকি।

দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।