
মাধবপুর থানায় গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখে শিমুলঘর বাজার থেকে ছাতিয়াইন বাজারের মাঝামাঝি একপালপুর এলাকায় রাস্তার ঢালুতে ঝোপের ভিতর অর্ধগলিত অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে তদন্তের মাধ্যমে পুলিশ সোস্যাল মিডিয়া ও অন্যান্য মিডিয়ার সাহায্যে অজ্ঞাতনামা যুবকের ছবি প্রকাশ করে।
তদন্তের পর, স্থানীয় এবং বিভিন্ন থানার নিখোঁজ জিডি পর্যালোচনা করে ভিকটিমের পরিচয় শনাক্ত করা হয়। এরপর মাধবপুর থানায় ব্যাপক তদন্তের মাধ্যমে খুনের সাথে জড়িত আসামীকে চিহ্নিত করা হয় এবং তার খোঁজে ছায়া তদন্ত শুরু হয়।
গত ৮ মে ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজার থেকে আসামী মোঃ আবুল কালাম @ খোকন (২১), পিতা-মোঃ সুন্দর আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বেঙ্গাউতা গ্রামের বাসিন্দাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আদালতে স্বীকারোক্তি প্রদান করে এবং হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় মাধবপুর থানা পুলিশের সফল অভিযানে হত্যার রহস্য উদঘাটিত হওয়ায় পুলিশ বিভাগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।