
লাখাই উপজেলার বিভিন্ন গ্রামে রাতের আঁধারে একের পর এক গরু চুরির ঘটনা ঘটেই চলেছে প্রতিনিয়ত। বিভিন্ন এলাকায় এই ধরনের গরু চুরির ঘটনায় চরম আতঙ্কিত সাধারণ খেটে খাওয়া গেরস্ত ও খামারিরা।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৩ মে বিকাল আনুমানিক সাড়ে ৩ ঘটিকায় উপজেলার জিরুন্ডার হাওরে ২ টি গাভী ও ১ টি বাচুর সহ সন্দেহভাজন এক চুরকে আটক করে স্থানীয়রা। পরবর্তীতে থানায় ফোন দিলে লাখাই থানা পুলিশ এসআই জামাল সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গরু সহ চুর কে আটক করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে লাখাই থানা এস আই জামাল বলেন, গরু চোর স্বজন গ্রামের তাজু মিয়ার ছেলে স্বপন মিয়া (৩০)। আটকৃত চুর স্বপন মিয়া গরু চুরি করেছে বলে স্বীকার করে। চুরিকৃত গরুর মালিক জীরুন্ডা গ্রামের ক্বারী মনজুর আহমেদ।গরু গুলো থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে চুরির মামলা করা হয়েছে।আগামীকাল আসামিকে আদালতে প্রেরণ করা হবে।