
সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে অশ্লীলতার অভিযোগকে কেন্দ্র করে। এই ঘটনায় ৬ জন অভিনেত্রী এবং ৩ জন নির্মাতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা শালীনতার সীমা লঙ্ঘন করেছেন—আচরণ, পোশাক ও উপস্থাপনার মাধ্যমে।
যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা হলেন নির্মাতা প্রবীন রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু, সিনথিয়া ইয়াসমিন, অভিনেত্রী কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মি ইসলাম নিলা ও আলিশা।
এর আগে টুর্নামেন্ট চলাকালীন মিরপুর ইনডোর স্টেডিয়ামে দুই দলের মধ্যে মারামারির ঘটনাও ঘটে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। পরবর্তীতে আয়োজনে শৃঙ্খলার অভাব ও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে লিগ স্থগিত করা হয়।
এই পুরো বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে, এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।