
হবিগঞ্জে মাধবপুরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উৎযাপিত হয়েছে। শনিবার উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম জাকিরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারি শিক্ষা কর্মকর্তা কবির হোসেন ভ’ইয়া, প্রধান শিক্ষক রিফাত আরা, সহকারি শিক্ষক মাহমুদুল হাসান রনি, বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর কবির, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।