
পারভেজ হাসান,লাখাই প্রতিনিধিঃ
বামৈ টু ভায়া পার্শ্ববর্তী নাসিননগর উপজেলার বুড়িশ্বর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক কুটির সঙ্গে ধাক্কা লেগে বিমল বিশ্বাস আধি (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে লাখাই উপজেলার বামৈ গ্রামের নারাণ শীলের পুত্র। সোমবার (৩ মার্চ) রাতে বুড়িশ্বর ইটাখোলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত বিমল বিশ্বাস আধি ওই দিন সন্ধ্যায় তার নিজ গ্রাম বামৈ এলাকা থেকে তার এক প্রতিবেশীর বরযাত্রী যায় পার্শ্ববর্তী নাসিননগর উপজেলার বুড়িশ্বর নামক গ্রামে, সেখান থেকে রাত১০ ঘটিকার সময় নিহত বিমল তার মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক কুটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে স গুরুতর আহত হয়।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও আরও জানাযায় নিহত বিমল প্রায় ১ বছর পূর্বে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ খন্ডখলিন ওয়ার্ড বয় হিসেবে কাজ করে আসছিলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মা বাবার আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।