
লাখাই প্রতিনিধিঃ
লাখাই উপজেলার বুল্লাবাজারে টমটমে(ব্যাটারি চালিত অটোরিকশা) চালক ও যাত্রী দু’পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনাঘটেছে, এতে উভয় পক্ষের প্রায় ৫ জন লোক আহত হয়েছে বলে জানাগেছে।
গতকাল সোমবার ইফতার পূর্বে মুহুর্তে এ ঘটনা ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বুল্লা বাজার সিংহ গ্রাম রোড টমটম স্ট্যান্ডে টমটম চালক মোঃমিলন মিয়ার টমটমে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে উঠেন তৌহিদ তালুকদার। টমটমের তৌহিদ তালুকদার সহ ৬ জন যাত্রী থাকায় টমটম চালক মিলন মিয়াকে টমটম ছাড়তে বলেন। টমটম চালক মিলন মিয়া ৮ জন যাত্রী হলে গাড়ি ছাড়বে বললে, তৌহিদ তালুকদার তার টনটন থেকে নেমে পড়লে, টমটম চালক মিলন মিয়া টমটম একটু সামনে নেওয়া চেষ্টা করলে এমন সময় টমটম তৌহিদ তালুকদারের গায়ে লাগে। এমন সময় তৌহিদ তালুকদারও চালক মিলনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে লিপ্ত হয়। এতে করে উভয়পক্ষে আহত হয় ৫ জন।পুলিশ আসার পূর্বেই স্থানীয় লোকজন
দুইপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সূত্রে আরো জানা যায়, এ ঘটনার পর থেকে এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।