ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী পিকাপ উল্টে নিহত-২ আহত ১৮

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী একটি পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ জন নিহত হয়েছেন এবং ১৮ জন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) দুপুরে সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির কাছে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আমরাইল চা-বাগানের শ্রমিক সাধনের পুত্র বিশাল (১৯) এবং একই বাগানের শ্রমিক রাম রবি দাসের পুত্র হৃদয় রবি দাস (৩২)।

দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকাল ১০টার দিকে পিকাপটি চা-শ্রমিক নিয়ে কাজের উদ্দেশ্যে আমরাইল চা-বাগান থেকে বের হয়। পিকাপটি ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পৌঁছালে পিকাপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে মোট ২০ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর ছিল।

অত্যন্ত আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, মেডিকেল অফিসার ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, দুর্ঘটনার পর ২০ জন চা-শ্রমিক হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৮ জনের অবস্থার অবনতি ঘটলে, তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গল থেকে আসা ৮ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে, চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যান। বর্তমানে ৬ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকাপ গাড়িটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য সব দিক থেকে অনুসন্ধান করা হচ্ছে।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য সকলেই দোয়া প্রার্থনা করছেন। শ্রীমঙ্গল উপজেলার স্থানীয়রা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

Liton Bin Islam

শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী পিকাপ উল্টে নিহত-২ আহত ১৮

আপডেট সময় ০৪:১৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী একটি পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ জন নিহত হয়েছেন এবং ১৮ জন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) দুপুরে সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির কাছে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আমরাইল চা-বাগানের শ্রমিক সাধনের পুত্র বিশাল (১৯) এবং একই বাগানের শ্রমিক রাম রবি দাসের পুত্র হৃদয় রবি দাস (৩২)।

দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকাল ১০টার দিকে পিকাপটি চা-শ্রমিক নিয়ে কাজের উদ্দেশ্যে আমরাইল চা-বাগান থেকে বের হয়। পিকাপটি ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পৌঁছালে পিকাপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে মোট ২০ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর ছিল।

অত্যন্ত আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, মেডিকেল অফিসার ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, দুর্ঘটনার পর ২০ জন চা-শ্রমিক হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৮ জনের অবস্থার অবনতি ঘটলে, তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গল থেকে আসা ৮ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে, চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যান। বর্তমানে ৬ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকাপ গাড়িটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য সব দিক থেকে অনুসন্ধান করা হচ্ছে।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য সকলেই দোয়া প্রার্থনা করছেন। শ্রীমঙ্গল উপজেলার স্থানীয়রা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।