
আবদুর রউফ আশরাফ।।
আজ ২ রামাজান ৩ মার্চ সোমবার সকাল ১১ ঘটিকায়
আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় সনদ জামাতসহ সারা বাংলাদেশের সকল সেন্টারের উদ্বোধনী ক্লাস শুরু হয়েছে।
মাওলানা ক্বারি রুহুল আমিন সাহেবের সঞ্চালনায়, বোর্ডের সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে আলোচনা শুরু হয়। আলোচনা করেন বোর্ডের সহ-সভাপতি ক্বারী মাওলানা হিলাল আহমদ, সহ সভাপতি মাওলানা কারী সাইফুর রহমান সাহেব, সহ সম্পাদক মাওলানা কারী আব্দুর রহমান শরীফপুরী, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা কারী আব্দুল গফুর কবীর,প্রশিক্ষক মাওলানা শায়খ এমদাদুল্লাহ খান এসময় উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মাওলানা কারী নিয়ামত উল্লাহ, প্রকাশনা সম্পাদক মাওলানা কারী আনহার উদ্দিন, মুহাদ্দিস মাওলানা মুনতাকিম আলী, মাওলানা আব্দুল কাদির, মিডিয়া সম্পাদক মাওলানা কারী মাহফুজুর রহমান হুজায়ফা, মাওলানা কারী মনিরুজ্জামান, মাওলানা কারী আহমদ জুবায়ের জুয়েল, মাওলানা কারী খলিল আহমদ প্রমুখ।
জানা যায়, বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি দীন টিভি ইউরোপ এর চেয়ারম্যান বরুনা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কারী শায়খ বদরুল আলম হামিদী, বরুনা মাদরাসার নায়েবে সদরে মোহতামিম বোর্ডের উপদেষ্টা মাওলানা গাজী শায়খ নুরে আলম হামিদী, বোর্ডের সহ সভাপতি বরুনা মাদরাসার নায়েবে মোহতামিম মাওলানা শেখ হাদী আলম হামিদী সহ বোর্ডের জিম্মাদার হযরাতের অক্লান্ত পরিশ্রমে পুরো দেশে প্রায় দেড় হাজারের মতো কুরআন শিক্ষার কেন্দ্র পরিচালিত হচ্ছে।