
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা, এই পেশায় যারা চ্যালেন্স গ্রহণ করতে পারে তারাই সফল হয়।
শনিবার (১লা মার্চ ) সন্ধ্যা সাতটায় হবিগঞ্জের চুনারুঘাট প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও নির্বাসিত সাংবাদিক অলিউল্লাহ নোমান এ কথা বলেন। তিনি আরো বলেন, সত্য লিখেছিলাম বলেই আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিল। আমি আবার দেশে ফিরে আসতে পারবো, আপনাদের সাথে কথা বলতে পারব, সেটি কখনো চিন্তাও করেনি । ফ্যাসিস্ট সরকারের আমলে কত সাংবাদিক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। কত সাংবাদিক তাদের হাতের পুতুল হয়েছেন তার হিসাব নেই।
চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, মেয়র নাজিম উদ্দিন সামসু, সাবেক সেনা কর্মকর্তা নুরুল ইসলাম তুতা, মাস্টার ওয়াদুদ খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, খন্দকার আলাউদ্দিন, সুমন মিয়া সহ অনেকই।
জাহাঙ্গীর আলম।