
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যলি অনুষ্ঠিত হয়েছে।
“তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্যে রবিবার (২মার্চ) সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত র্যলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা মৎস্য অফিসার বুরহান উদ্দিন, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার হৃদয় সূত্র ধর, সিনেটারি ইন্সপেক্টর সঞ্জয় কুমার রায়, বিএনপি নেতা আঃ মান্নানসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।