
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:
ধবপুর থানা পুলিশ ৮ কেজি গাঁজা সহ ৪ জনকে আটক করেছে।সোমবার(৬ জানুয়ারী) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাকসাইরের কাছে হোটেল হাইওয়ে ইন এর এনা বাস কাউন্টারের সামনে অপেক্ষমান একটি সিএনজি অটোরিক্সা থেকে গাঁজা সহ আসামীদের আটক করে পুলিশ
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দুলালপুর গ্রামের কামরুল মিয়ার ছেলে মোঃ মোশাররফ,
মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের সাইদ মিয়ার ছেলে মোঃ জয়নাল মিয়া (২৯), মাধবপুর পৌর এলাকার পুর্ব মাধবপুরের কালা মিয়ার ছেলে শামসুর মিয়া (৩৫), ও কবিলপুর গ্রামের মনসুর আলীর ছেলে মোঃ রমজান মিয়া (৩০)।আটককালে আসামীদের হেফাজতে থাকা অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটকদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংস্লিষ্ট ধারায় মামলা রুজু হওয়ার কথা নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।