
স্টাফ রিপোর্টার।।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পূর্ব আন্দিউড়া এলাকায় “বাংলার খবর” সংবাদ প্রকাশের পর যুবকদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি গর্ত এবং খানাখন্দে ভরে গিয়েছিলো, যা বৃষ্টির পর জলাবদ্ধতায় পরিণত হতো। এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়তো এবং দুর্ঘটনা ঘটতো। বিশেষ করে স্কুল, কলেজের শিক্ষার্থী এবং গর্ভবতী মহিলাদের জন্য এই রাস্তা চলাচলে কষ্টকর হয়ে দাঁড়িয়েছিলো। অটো রিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের চলাচল বিঘ্নিত হচ্ছিলো। “বাংলার খবরে” সংবাদ প্রকাশের পর আন্দিউড়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে উদ্যোগী হলেন যুবকরা।।
সম্প্রতি “বাংলার খবর ২৪.কম”-এ “আন্দিউড়া রাস্তার বেহাল দশা, জনগণের চরম ভোগান্তি” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি এলাকার মানুষের নজরে আসে। এরপর, যুবকরা নিজেদের উদ্যোগে রাস্তার সংস্কার শুরু করেন। তাদের এই উদ্যোগ প্রশংসার যোগ্য হয়ে উঠেছে।
রাস্তা সংস্কারের সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবকরা— রোকন, সজীব, সেলিম, আনোয়ার, শামীম, শাকিল, ফরহাদ, ইয়াসিন, বাবু সহ অনেকেই। তারা বলেন, “এই রাস্তা দীর্ঘদিন কোনো সংস্কার হয়নি, এবং বর্তমানে চলাচলের উপযোগী নয়। তাই আমরা এলাকার যুবকরা নিজেদের অর্থায়নে কংক্রিট এবং বালু দিয়ে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করেছি। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। “বাংলার খবরে” সংবাদ প্রকাশের পর আন্দিউড়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে উদ্যোগী হলেন যুবকরা।।
সাবেক ইউপি সদস্য মো. ছাদেক মিয়া বলেন, “নিজস্ব অর্থায়নে রাস্তার কিছু অংশ সংস্কারে যুবকদের এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি তাদের যেকোনো মানবিক কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। এলাকার যুবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।