
মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় নোয়াপাড়া ইউনিয়নের ৩৯টি মসজিদের ইমাম অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারী ইমামদের মাঝে রেজিস্ট্রার বিতরণ করা হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) হবিগঞ্জ মো. মঈনুল হক, মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সহিদ উল্যা।