
বাংলার খবর ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযানে দুই কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় লেহেঙ্গা ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সকালে উপজেলার চান্দুরা এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সদস্যরা অভিযান চালান। এ সময় চান্দুরা এলাকায় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ব্যবহৃত কার্টনের আড়ালে রাখা ভারতীয় উন্নত মানের ৪৪৯টি লেহেঙ্গা ও ১৪৭টি শাড়ি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালের সিজার মূল্য দুই কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা। এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।