
আবদুর রউফ আশরাফ, বাংলার খবর বানিয়াচং প্রতিনিধি:মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তিকারী পাপন চন্দ ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় স্থানীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা শায়খ মখলিছুর রহমান এবং সঞ্চালনা করেন মাওলানা মসিউর রহমান। বক্তারা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে।
বক্তারা অভিযোগ করেন, এ ধরনের ঘটনায় প্রশাসনের শৈথিল্য জনমনে ক্ষোভ সৃষ্টি করছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাপন চন্দ ঘোষসহ জড়িতদের গ্রেফতার না করা হলে ২–৩ দিনের মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাইখুল হাদীস আল্লামা ফজলুর রহমান খান, জননেতা সাখাওয়াত হাসান জীবন, জননেতা আহমদ মুকিব, মুফতী এখলাছুর রহমান রিয়াদ, ক্বারী কমর উদ্দীন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, মুফতী কাজী আতাউর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, হাবিবুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, ডা. বশির আহমদ, মাওলানা মজিবুর রহমান, মাওলানা গোলাম কাদির, খন্দকার তালেব উদ্দীন, মাওলানা ইকবাল হুসাইন, মুফতি নাসির উদ্দীন আনসারী, মাওলানা সাদিকুর রহমান, মুফতী আমীর আহমদ, মাওলানা মুনতাসির আলম সোহান, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি লুৎফুর রহমান, মাওলানা তাওহীদুল ইসলাম, মাওলানা জিয়াউল হক, মাওলানা ইমরান আহমদ উসমানী, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
সমাবেশ থেকে প্রশাসনের প্রতি দ্রুততম সময়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা আরও সতর্ক করে বলেন, আসামিকে আড়াল করা হলে বা গ্রেফতারে গাফিলতি হলে প্রশাসনকে জবাবদিহি করতে হবে।