
বাংলার খবর স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে বাংলাদেশের বোলিং ঝড়ে মুখ থুবড়ে পড়লো পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। মাত্র ১১০ রানে গুটিয়ে গেছে পুরো দল।
তাসকিন আহমেদের দুর্দান্ত শেষ ওভারে ৩ উইকেট হারায় পাকিস্তান। ফাহিম আশরাফ (৫), সালমান মির্জা (রান আউট) ও আব্বাস আফ্রিদি (০) ফিরে যান একের পর এক। তাসকিনের আগুনঝরা বোলিংয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ তুলে দেন আফ্রিদি।
এর আগে ৩৪ বলে ৪৪ রান করে রানআউটে ফিরেন ফখর জামান। বারবার সুযোগ পেলেও হাফসেঞ্চুরি করতে পারেননি এই ওপেনার। মুস্তাফিজুর রহমান ফিরিয়েছেন খুশদিল শাহকে (১৭), যিনি আফ্রিদির সঙ্গে ছোট্ট একটি ঝড় তোলার চেষ্টা করেছিলেন।
বাংলাদেশের বোলিং তাণ্ডবে ১৯.৩ ওভারেই পাকিস্তানের ইনিংস থেমে যায় মাত্র ১১০ রানে।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ পেল বড় সুবিধা!