
বাংলার খবর প্রতিনিধি, চুনারুঘাট:
“কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে অপরাধ বা চাঁদাবাজি করে, তাহলে তাকে পুলিশে দিন—বিএনপিতে সন্ত্রাসী বা অপরাধীর কোনো স্থান নেই।” — এমনই কঠোর বক্তব্য দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও হবিগঞ্জ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম।
শনিবার (১২ জুলাই) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. উস্তার মিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, যুগ্ম সম্পাদক মো. আব্দুর রহিম তালুকদার শ্যামল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুল করিম সরকারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এড. আমিনুল ইসলাম আরও বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি মাঠে নেমেছি। মানুষের পাশে থেকে তাদের অভিযোগ শোনার চেষ্টা করছি, যেন আমরা ভবিষ্যতে সঠিকভাবে জনগণের পক্ষে কথা বলতে পারি।”
সভা শেষে তিনি মাগরিবের নামাজ আদায় করে রানীগাঁও বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির পক্ষে সমর্থন কামনা করেন।
এই মতবিনিময় সভা ও গণসংযোগ কর্মসূচি ইউনিয়নে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলে মত দিয়েছেন স্থানীয়রা।