
বাংলার খবর ডেস্ক:
হবিগঞ্জ সদর মডেল থানাধীন শ্মশানঘাট রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টা থেকে ১০টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মীরারানী দেবীর নেতৃত্বে পরিচালিত রেইডিং টিম অভিযান চালায়। অভিযান চলাকালে শ্মশানঘাট রোডের উত্তর পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে মোঃ কাউছার মিয়া (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার পিতার নাম মৃত মোঃ হাছন আলী এবং মাতার নাম মোছাঃ নুর বানু। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গনকিরপাড়, ডুলনা গ্রামের বাসিন্দা।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।