
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে সাত মাস বয়সী একটি শিশু। দুর্ঘটনায় আহত হয়েছে শিশুটির বাবা-মা ও আরও তিনজন। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে সোমবার (৭ জুলাই) সকালে নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে।
দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।
নিহত শিশুটির নাম সুভ্র। তার বাবা-মা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাসিন্দা প্রসেনজিৎ ও তন্দ্রা। দুর্ঘটনায় তারা দুজনই গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আর তাদের একমাত্র শিশুপুত্র সুভ্রর নিথর দেহ পড়ে থাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী বাস ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন।
আহত অন্যদের মধ্যে রয়েছেন সিএনজি চালক বাবলা মিয়া (৪০), শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের ইমরান হোসেন (৩৫) ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা সেতু আহমেদ (২০)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা নুজাত বলেন, “শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার শিকার বাস ও সিএনজি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।