
সরাইল প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি মসজিদের দোতলা থেকে ৯ বছর বয়সী এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শিশুটিকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।
শনিবার (৫ জুলাই) নিখোঁজ হওয়ার পর রবিবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ার একটি মসজিদের দোতলায় শিশুটির মরদেহ দেখতে পান মক্তবে আসা কয়েকজন শিক্ষার্থী। পরে সকাল ৯টার দিকে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধের আলামতও দেখা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, শিশুটি শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং মাইকিংয়ের মাধ্যমে খোঁজ চলছিল।