
বাংলার খবর ডেস্ক হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গুনই বড়খাল মাঠে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ উপজেলা নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুলাই ২০২৫) বিকেলে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে জমকালো এই আয়োজন অনুষ্ঠিত হয়।
ফাইনালে বাহুবল উপজেলা ১-০ গোলে নবীগঞ্জ উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।
প্রতিযোগিতাটি ঘিরে গোটা জেলায় ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়ে। গুনই বড়খাল মাঠে হাজার হাজার দর্শকের মিলনমেলায় পরিণত হয় পুরো মাঠ।
ফাইনাল ম্যাচে বিজয়ী বাহুবল উপজেলা দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল প্রদান করা হয়। রানার্সআপ নবীগঞ্জ উপজেলা পেয়েছে একটি টেলিভিশন।