
বাংলার খবর ডেস্কচট্টগ্রামের হাটহাজারীতে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (বয়স আনুমানিক ৫০) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী পৌরসভার অন্তর্গত একটি পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা সকালে পুকুরে একটি নারীর লাশ ভাসতে দেখে সঙ্গে সঙ্গে হাটহাজারী মডেল থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. মহিউদ্দিন বলেন, “পুকুরে একজন নারীর মরদেহ ভাসতে দেখে আমরা পুলিশকে জানাই।”
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, “মরদেহের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
পুলিশের ধারণা, মৃত্যুটি রহস্যজনক হতে পারে, তাই মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।