ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে আজ মাঠে লাখাই বনাম সোনারগাঁও Logo শেরপুর চেম্বার নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি ৩ গ্রুপে ৬৮ জন কিনলেন Logo নবীগঞ্জে শালিস কমিটির সভা: বাজারের ক্ষয়ক্ষতি নিরূপণে উপ-কমিটি গঠন, উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান Logo লাখাইয়ে চোর আব্বাস মিয়া মোবাইলসহ আটক, জনতার উত্তম-মাধ্যমের পর ছেড়ে দিল! Logo জামালপুরে বাকশালের সাবেক এমপির মেয়ে আ.লীগ নেত্রী কাকলী গ্রেফতার Logo ভারতীয় মদসহ মাধবপুরে দুই যুবক আটক Logo বাগান ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তেলিয়াপাড়ায় চা শ্রমিকদের বিক্ষোভ Logo আরও ১০ দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা আজ বিকেলে Logo কোটা আন্দোলনের নিউজ করায় গ্রেপ্তার হন সাংবাদিক, সঙ্গে ছিল ৫ বছরের শিশু Logo আগুনে দগ্ধ শিশুদের পাশে মানবতার বাতিঘর ডা. তমালিকা দেব তিথি

ছাতকে আয়ধন বিবি হত্যা ভাই-বোনের যাবৎজীবন সশ্রম কারাদন্ড

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ৬৫ বছর বয়সী বৃদ্ধা নারী আয়ধন বিবি হত্যার ঘটনায় হত্যা মামলার রায় প্রদান করা হয়েছে। মামলার রায়ে বিজ্ঞ আদালত প্রধান আসামি আলী আহমদ ও তার বোন রেহেনা বেগমকে যাবৎজীবন সশ্রম কারাদন্ড ও দু’জনকে এক লাখ টাকা জরিমানা করেছেন। হত্যা মামলা রুজুর দীর্ঘ ৬ বছর ৩ মাস পর বিজ্ঞ আদালত রায় প্রদান প্রদান করা হলো।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা প্রথম জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার এই রায় দেন। যাবৎজীবন সশ্রম কারাদন্ড আসামি আলী হোসেন উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সুড়িগাঁও গ্রামের মৃত আফিজ আলীর ছেলে আলী হোসেন ও তার বোন রেহেনা বেগম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজহারে বলা হয়, উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সুড়িগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদের ৪ মেয়ে ও এক ছেলে কামাল উদ্দিন দুবাই প্রবাসী। স্ত্রী আয়ধন বিবি তার নাতি তানভির আহমদকে নিজ বাড়ীতে বসবাস করতেন। দুবাই প্রবাসী কামাল উদ্দিন তার স্ত্রী রেহেনা বেগমের নামে নতুন বাড়ী করতে সাম্প্রতিক সময়ে ৬ লাখ টাকা পাঠায়। ওই টাকা দিয়ে স্ত্রী রেহেনা বেগম তার এক ভাইকে ইতালীতে পাঠানোর পর শাশুড়ী আয়ধন বিবি’র সাথে বিরোধ সৃষ্টি হয়। প্রায় ৬ মাস পূর্বে রেহেনা তার ছেলে তানভিরকে শাশুড়ির কাছে রেখে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে পিতার বাড়ী চলে যায়। ২০১৮ সালের ১৩ জুন রাত সাড়ে ১১টায় সিঁধকেটে ঘরে ডুকে আয়ধন বিবিকে গলা টিপে হত্যা করা হয়। হত্যাকান্ডের ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী আয়ধন বিবি’র নাতি তানভির আহমদ জানায়, তার মামা আলী আহমদসহ কয়েকজন মিলে তার দাদীকে হত্যা করে। এ ঘটনায় নিহত আয়ধন বিবি’র হত্যার ঘটনায় থানায় পুলিশ মামলা নেয়নি। পরে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে এজাহার দায়ের করা হয়।

আদালতের নির্দেশে পুলিশ আয়ধন বিবি হত্যা মামলাটি থানা পুলিশ এফআইআর ভূক্ত করে। পরে মামলাটি থানা থেকে সুনামগঞ্জ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক তদন্ত শেষে মো.ফারুক আহমদ ২০১৯ সালের ১৬ জুলাই প্রধান আসামি আলী আহমদ ও তার বোন রেহেনা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) প্রদান করেন।

নিহত বৃদ্ধা আয়ধন বিবি’র মেয়ে ও মামলার বাদী মিনারা বেগম মামলা রায়ের বিষয়ে বলেন, আমি আমার মায়ের হত্যা মামলার আদালত কর্তৃক এই রায়ে সন্তষ্টি প্রকাশ প্রকাশ করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী ছিলেন, মো.আব্দুল আজাদ ও রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) শেরেনুর আলী এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন আব্দুল আহাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে আজ মাঠে লাখাই বনাম সোনারগাঁও

error:

ছাতকে আয়ধন বিবি হত্যা ভাই-বোনের যাবৎজীবন সশ্রম কারাদন্ড

আপডেট সময় ০৭:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ৬৫ বছর বয়সী বৃদ্ধা নারী আয়ধন বিবি হত্যার ঘটনায় হত্যা মামলার রায় প্রদান করা হয়েছে। মামলার রায়ে বিজ্ঞ আদালত প্রধান আসামি আলী আহমদ ও তার বোন রেহেনা বেগমকে যাবৎজীবন সশ্রম কারাদন্ড ও দু’জনকে এক লাখ টাকা জরিমানা করেছেন। হত্যা মামলা রুজুর দীর্ঘ ৬ বছর ৩ মাস পর বিজ্ঞ আদালত রায় প্রদান প্রদান করা হলো।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা প্রথম জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার এই রায় দেন। যাবৎজীবন সশ্রম কারাদন্ড আসামি আলী হোসেন উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সুড়িগাঁও গ্রামের মৃত আফিজ আলীর ছেলে আলী হোসেন ও তার বোন রেহেনা বেগম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজহারে বলা হয়, উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সুড়িগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদের ৪ মেয়ে ও এক ছেলে কামাল উদ্দিন দুবাই প্রবাসী। স্ত্রী আয়ধন বিবি তার নাতি তানভির আহমদকে নিজ বাড়ীতে বসবাস করতেন। দুবাই প্রবাসী কামাল উদ্দিন তার স্ত্রী রেহেনা বেগমের নামে নতুন বাড়ী করতে সাম্প্রতিক সময়ে ৬ লাখ টাকা পাঠায়। ওই টাকা দিয়ে স্ত্রী রেহেনা বেগম তার এক ভাইকে ইতালীতে পাঠানোর পর শাশুড়ী আয়ধন বিবি’র সাথে বিরোধ সৃষ্টি হয়। প্রায় ৬ মাস পূর্বে রেহেনা তার ছেলে তানভিরকে শাশুড়ির কাছে রেখে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে পিতার বাড়ী চলে যায়। ২০১৮ সালের ১৩ জুন রাত সাড়ে ১১টায় সিঁধকেটে ঘরে ডুকে আয়ধন বিবিকে গলা টিপে হত্যা করা হয়। হত্যাকান্ডের ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী আয়ধন বিবি’র নাতি তানভির আহমদ জানায়, তার মামা আলী আহমদসহ কয়েকজন মিলে তার দাদীকে হত্যা করে। এ ঘটনায় নিহত আয়ধন বিবি’র হত্যার ঘটনায় থানায় পুলিশ মামলা নেয়নি। পরে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে এজাহার দায়ের করা হয়।

আদালতের নির্দেশে পুলিশ আয়ধন বিবি হত্যা মামলাটি থানা পুলিশ এফআইআর ভূক্ত করে। পরে মামলাটি থানা থেকে সুনামগঞ্জ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক তদন্ত শেষে মো.ফারুক আহমদ ২০১৯ সালের ১৬ জুলাই প্রধান আসামি আলী আহমদ ও তার বোন রেহেনা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) প্রদান করেন।

নিহত বৃদ্ধা আয়ধন বিবি’র মেয়ে ও মামলার বাদী মিনারা বেগম মামলা রায়ের বিষয়ে বলেন, আমি আমার মায়ের হত্যা মামলার আদালত কর্তৃক এই রায়ে সন্তষ্টি প্রকাশ প্রকাশ করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী ছিলেন, মো.আব্দুল আজাদ ও রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) শেরেনুর আলী এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন আব্দুল আহাদ।