
মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনী ইউনিয়নের সাহেব নগর উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়,বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথি চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ভাই। সোমবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সহকারী শিক্ষক মাওলানা আশিকুল ইসলাম শাহীন।এর সঞ্চালায় বক্তব্য রাখেন সাহেবনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান খান,দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসকান্দর মীর্জা ফারুক, কমলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মোল্লা, সাংবাদিক হামিদুর রহমান,কাশিমনগর আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আল মাসুদ লোকমান,কাজী নূর হাজেরা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আঃ বাছির বদু,বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আলী আকবর,নুর রহমান সরদার,শফিকুর রহমান,
বিশিষ্ট সমাজ সেবক আহমদ আলী,সাব্বির আহমেদ,আনিছুর রহমান রুবেল প্রমুখ।