
বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাত সালমান উদ্দিন (২৭)কে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাত ৮ টায় চুনারুঘাট থানা পুলিশ র্যবের সহযোগিতায় তাকে উপজেলার শিমুলতলা থেকে গ্রেফতার করে। সে একই উপজেলার উলুকান্দি গ্রামের জালাল উদ্দিন রফিকের ছেলে। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।
পুলিশ জানায়, ডাকাত সালমানের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে। সে গতকাল উবাহাটা গ্রামের শিমুলতলা এলাকায় অবস্থান করছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাবের সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে লোহার একটি ছুরি ও ধারালো রামদা উদ্ধার করা হয়।