
পারভেজ হাসান লাখাই থেকেঃ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী। অভিন্ন মানদণ্ডে জেলার সকল থানার ওসির মধ্যে তিনি এই সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছেন। তাঁর এই স্বীকৃতি কেবল দাপ্তরিক সাফল্যের জন্য নয়, বরং মাদক, জুয়া ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতি দমনে সরাসরি রাস্তায় নেমে কাজ করা এবং যানজট নিরসনে তাঁর কার্যকর ভূমিকার ফল। লাখাইবাসী তাঁর কর্মদক্ষতা ও জনমুখী পদক্ষেপে মুগ্ধ হয়ে তাঁর ভূয়সী প্রশংসা করছেন।
আজ, ১৪ জুলাই সোমবার, হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এন সাজেদুর রহমান বিপিএম (সেবা), পিপিএম (সেবা), লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলীর হাতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
ওসি বন্দে আলী যোগদানের পর থেকে লাখাই উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অপরাধ দমনে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে মাদক ও জুয়ার বিরুদ্ধে তাঁর জিরো টলারেন্স নীতি এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক স্বস্তি এনেছে। যানজট নিরসনে তাঁর ব্যক্তিগত তদারকিও বেশ প্রশংসিত হয়েছে। তাঁর এই জনমুখী কর্মকাণ্ডের ফলে তিনি লাখাইবাসীর মন জয় করে নিয়েছেন এবং স্থানীয়রা তাঁকে নিয়ে গর্ববোধ করছেন।
তাঁর এই অর্জন লাখাইবাসীকে আশ্বস্ত করেছে যে, তাদের নিরাপত্তার জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর কর্মকর্তা সবসময় সজাগ রয়েছেন।