
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে মাধবপুর থানার এসআই শাহনূর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার মনতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (৫০) নামে ওই নেতাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হরিপ্রাসাদপুর গ্রামের বাসিন্দা তমিজ উদ্দিনের ছেলে এবং বহরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট মাধবপুরে সংঘটিত ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের মামলার তদন্তে মোহাম্মদ আলীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই ঘটনায় দায়ের করা মামলার আলোকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।