
হামিদুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের মাধবপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি ) দুপুরে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের আয়োজনে উক্ত এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়। সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেডের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এস.এম ফয়সল মেধাবৃত্তি ২০২৫ বাস্তবায়ক কমিটির কো-অর্ডিনেটর ও ক্যাপ্টেন লিয়াকত হোসেন (অবঃ)।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক সৈয়দ মোঃ ফয়সল, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম,ড.আল-আমিন,সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ,সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমেদ,সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ এবিএম হুমায়ুন,। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমকালের উপসম্পাদক মাহবুব আজীজ,মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেম,হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক,শিক্ষক সৈয়দ আছাদুজ্জামান,অধ্যক্ষ জাহির উদ্দিন,অধ্যক্ষ আমির হোসেন,চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী প্রমুখ।
প্রধান পৃষ্টপোষক সৈয়দ মোঃ ফয়সল বলেন,আমরা মেধার লালন করতে চাই।মেধাবীরা দেশের সম্পদ। তারা যাতে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে আমরা এ সুযোগ সৃষ্টি করে দিতে চাই। তিনি বলেন, আমরা সায়হাম গ্রুপের পক্ষ থেকে স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসা,এতিমখানা সহ সামাজিক কাজ করে মানুষের কল্যাণ করে যেতে চাই। আজীবন এ কাজ করে যাব।সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন,মাধবপুরের মাটির সাথে আমাদের ৮০ বছরের সম্পর্ক। মাধবপুরের ছেলে মেয়ে যাতে আধুনিক ও যুগপোযোগি শিক্ষা পায় আমরা তাদের পাশে থাকব সব সময়। তবে সবার আগে দেশকে ভাল বাসতে হবে। দেশের মানুষকে ভালবাসতে হবে।সুন্দর আলোকিত মানুষ হতে হবে।
অধ্যাপক নজরুল ইসলাম বলেন,আমাদেরকে ৫২,৭১ ও ২০২৪ সালকে চেতনায় জাগ্রত রাখতে হবে।সায়হাম গ্রæপ মাধবপুরে যে আলোকবর্তিকা সৃষ্টি করেছে। সে আলো আজীবন জ্বলজ্বল করে জ্বলবে। দেশে শিক্ষিত জনগোষ্ঠী সৃষ্টি দেশ এগিয়ে যাবেই।সায়হাম গ্রুপের কর্ণধার যারা আছেন তারা বিদেশে টাকা পাচার করেনি।বরং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সংবর্ধনা সভায় ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি ও এইচ এসসি জিপিএ প্রাপ্ত ৫৭৭ জন কৃতি ও মেধাবিদের জনপ্রতি নগদ ৫ হাজার টাকা ক্রেস্ট ও সম্মাননা পত্র পদান করা হয়।