
বাংলার খবর ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক রাতে একাধিক স্থানে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণাঞ্চলের কাশিমনগর বাজার ও বানিয়াপাড়া এলাকায় এই চুরির ঘটনাগুলো সংঘটিত হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতের কোনো এক সময়ে চোরের দল কাশিমনগর বাজারের সুমন পালের মালিকানাধীন লোকনাথ স্বর্ণের দোকানের দরজা ভেঙে প্রায় ১৫ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। একই রাতে বানিয়াপাড়া কমিউনিটি ক্লিনিকেও চুরি হয়। সেখানে আলমারি ভেঙে কিছু ওষুধপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদউল্ল্যাহ বলেন,
“ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে, চোরদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
বাংলার খবর ডেস্ক : 





















