
বাংলার খবর ডেস্ক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ঘটনাচক্রেই পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) প্রতিষ্ঠা হয়েছিল। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ-২ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ স্মৃতিচারণ করেন।
ড. ইউনূস বলেন, ১৯৮০-এর দশকে বিশ্বব্যাংক বাংলাদেশকে একটি প্রকল্পে ২৪ কোটি টাকা দিতে চেয়েছিল। তৎকালীন এরশাদ সরকারের পক্ষ থেকে মতামত জানতে চাইলে তিনি এই টাকা ফেরত দেওয়ার পরামর্শ দেন। তবে প্রেসিডেন্ট এরশাদ তার কাছ থেকে সৎভাবে টাকা ব্যবহারের পরামর্শ চান। পরে তিনি লিখিতভাবে প্রস্তাব দেন, এই টাকা মাইক্রোক্রেডিটে এনজিওদের ধার হিসেবে দেওয়া হোক।
তিনি জানান, পরবর্তীতে অর্থমন্ত্রী জেনারেল মুনিমকে সভাপতি ও তাকে সদস্য সচিব করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। প্রথমে প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করা হয়েছিল “কর্ম সহায়ক ফাউন্ডেশন”। পরে পরিকল্পনা কমিশনের প্রস্তাবে “পল্লী” শব্দ যোগ করে নামকরণ হয় “পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)”।