
বাংলার খবর ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরের খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (৩০ আগস্ট) রাতে তার প্রতিনিধি হিসেবে নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড জাহিদ হোসেন।
এসময় তিনি বলেন, নুরের ওপর হামলা দেশ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। একজন জাতীয় রাজনৈতিক নেতার ওপর যে হামলা হয়েছে তা প্রতিহিংসামূলক।
ডা. জাহিদ অভিযোগ করে আরও বলেন, ৫ আগস্টের পর প্রশাসনে যারা ঘাপটি মেরে বসে আছে তারাই এ হামলার সঙ্গে জড়িত। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নুরুল হক নুরের শারীরিক খোঁজখবর রাখছেন।
এছাড়া এ ঘটনায় যারা অসুস্থ হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি।